আজ সরস্বতী পূজা

- আপডেট সময় : ০৪:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আজ সরস্বতী পূজা। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। প্রতিবছরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সাড়ম্বড়ে উদযাপন হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এই উৎসব। যেখানে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে ধর্ম-বর্ণ বয়স নির্বিশেষে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শ্বেতশুভ্রবসনা দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। তাঁকে ‘বীণাপাণি’ও বলা হয়। শুভ্র রাজহংস দেবীর বাহন। সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর, মন্ত্র উচ্চারণ করে আরাধনা ও পূজার আচার পালন করেন ভক্তরা। ফুল, বেলপাতা সমর্পন করে দেয়া হয় পুষ্পাঞ্জলি। ভক্তদের বিশ্বাস, দেবী খুশি হলে– অর্জিত হবে বিদ্যা। ধরা দেবে সাফল্য।
একটি সম্প্রদায়ের আনুষ্ঠানিকতা হলেও বানী বন্দনার উৎসবমুখরতা সবাইকে ছুঁয়ে যায়। এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট জগন্নাথ হল চত্বর জুড়ে বিভিন্ন আইডিয়া ও থিমভিত্তিক ৭০টির বেশি মণ্ডপ নির্মাণ করা হয়েছে। হলপুকুরে স্থাপন করা হয়েছে চারুকলা অনুষদের তৈরি ৩২ ফুট দীর্ঘ বিশাল আকৃতির একটি প্রতিমা।