আজ ১০ ডিসেম্বর, দেশের বিভিন্ন জেলা হানাদার মুক্ত হয়েছে
- আপডেট সময় : ০৩:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আজ ১০ ডিসেম্বর। এদিনে দেশের বিভিন্ন জেলা হানাদার মুক্ত হয়েছে।
আজ ১০ ডিসেম্বর জামালপুর মুক্ত দিবস। হানাদার বাহিনীর শক্তিশালী ঘাটি জামালপুর দুর্গের পতনের মধ্য দিয়ে ১১ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা সূচনা করেছিল ঢাকা বিজয়ের পথ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে দেশের দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়ে। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে প্রবেশ করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের তেলিখালি পৌঁছে যুদ্ধ করে তেশরা ডিসেম্বর বাংলাদেশের প্রথম শক্রমুক্ত হয়। পরে শহরে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ উল্লাস ও মিছিল করে।
নড়াইল মুক্ত দিবসও আজ । ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে নড়াইলকে শত্রুমুক্ত করেন বাংলার বীর মুক্তিযোদ্ধারা।দিবসটি উপলক্ষে দিনব্যাপী জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বদ্ধভূমি, গণকবর ও বঙ্গবন্ধুরর মুরালে ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।