আজ ১০ ডিসেম্বর, হানাদার মুক্ত হয় দেশের বিভিন্ন জেলা
- আপডেট সময় : ০২:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আজ ১০ ডিসেম্বর। এদিনে দেশের বিভিন্ন জেলা হানাদার মুক্ত হয়।
আজ ১০ ডিসেম্বর জামালপুর মুক্ত দিবস। হানাদার বাহিনীর শক্তিশালী ঘাটি জামালপুর দুর্গের পতনের মধ্য দিয়ে ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা সূচনা করেছিল ঢাকা বিজয়ের পথ। একাত্তরে যুদ্ধের শুরুতেই বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও আশ-পাশের বেশক’টি জেলা নিয়ে ১১নং সেক্টর গঠিত হয়। অবশেষে প্রাণপন যুদ্ধের পর ১০ ডিসেম্বর হানাদার মুক্ত হয় জামালপুর।
বাঙালী মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানী সেনাদের আত্মসমর্পণ শুধুমাত্র মাদারীপুরেই হয়েছে। ১৬ ডিসেম্বর অন্যান্য জায়গায় পাকবাহিনী আত্মসমর্পণ করেছে মিত্রবাহিনীর হাতে। তবে ১০ ডিসেম্বর মাদারীপুরে সরাসরি সম্মুখযুদ্ধে বিজয়ের মাধ্যমে মুক্ত হয় মাদারীপুর।
ময়মনসিংহ মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে ময়মনসিংহ জেলা পাকহানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর সাবেক ধর্মমন্ত্রী এবং তৎকালীন ঢালু যুবশিবিরের প্রধান আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর তৎকালীন ব্রিগেডিয়ার সানৎ শিং বাবাজীর নেতৃত্বে মিত্র বাহিনীর সম্মিলিত দল বিজয় পতাকা উড়িয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে প্রবেশ করে মুক্ত হয় ময়মনসিংহ
আজ ১০ ডিসেম্বর, নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নড়াইলের মুক্তিপাগল দামাল ছেলেরা বুকের তাজা রক্তদিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে নড়াইলকে মুক্ত করেন।