আজ ১০ মহররম পবিত্র আশুরা
- আপডেট সময় : ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
আজ ১০ মহররম। পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পুরান ঢাকায় বের হয় তাজিয়া মিছিল। শিয়া সম্প্রদায়ের অনুসারীরা বলেন, ইয়াজীদ বাহিনী ইমাম হুসেনকে হত্যা করে ইসলামকে ধ্বংসের চেষ্টা করলেও আজ ইসলামেরই জয় হয়েছে। দিনটিতে আল্লাহর রহমত ও ক্ষমা প্রাপ্তির আশায় নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
১৪শ বছর আগে ১০ মহররম উমাইয়া খলিফাদের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে কারবালায় প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন হয়রত মুহাম্মদ (সা:) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা:)। মুসলিম উম্মার কাছে এটি একটি ন্যাক্কারজনক অধ্যায়।
আপস……
দিবসটিকে ঘিরে পুরান ঢাকার হোসনী দালান ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের অনুসারীরা শোকের মাতমসহ পালন করে নানা আনুষ্ঠানিকতা।
সকাল ১০টায় ইমাম হুসেনের প্রতিকী কফিন নিয়ে বের হয় তাজিয়া মিছিল।
সব বয়সী হাজারো মানুষ মিছিলে অংশ নেন। তারা হায় হোসেন হা হোসেন বলে বুক চাপড়ে আর্তনাত করেন।
শোকের আবহে বিশেষ দিনটি পালন করতে পেরে সন্তুষ্টির কথা জানান শিয়া অনুসারীরা।
হোসনী দালান থেকে নিউমার্কেট হয়ে ধানমন্ডির ঝিগাতলায় প্রতিকী কারবালায় গিয়ে শেষ হয় তাজিয়া মিছিল।আপস…
সুষ্ঠুভাবে মিছিল সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী।
শোকের আবহে সারাদেশে দিবসটি পালনে র্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানায় ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটি।