আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস
- আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৮৮৯ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী পঁচাত্তরের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য শহীদের বনানীস্থ কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বেলা ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে যাত্রা করেন। সেখানেও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। দলের পক্ষে থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর ও বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যেমে কথা বলেন সেতুমন্ত্রী ও তথ্যমন্ত্রী।
এদিকে…বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক রেলী, আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য বিতরণসহ নানা কর্মসুচীর মধ্যদিয়ে দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
সকাল ৮টায় কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। আওয়ামী লীগের উদ্যোগে শহরের বড় বাজার রেলগেট থেকে বের হয় শোক রেলি।
শোক দিবসে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরালে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন, সিভিল সার্জনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরাও শ্রদ্ধা জানান। পরে কোরআন খানি, দোয়া ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পটুয়াখালীতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ ও জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।