আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস
- আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আজ ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। প্রতিবছরের মতো এবারও সরকারি-বেসরকারিভাবে জাতিসংঘ ঘোষিত দিবসটি পালন করা হচ্ছে। এ বছরের স্লোগান ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’। দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন- দুদক প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকী। এ সময় বক্তারা বলেন, সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। তাই দুর্নীতি প্রতিরোধে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
গাইবান্ধায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনসহ একাধিক সংগঠনের যৌথ উদ্যোগে সকালে ডিসি অফিস চত্তরে জাতীয় সংগীতের সুরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো.আব্দুল মতিন।
দিনটি উপলক্ষে গোপালগঞ্জে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে রেলিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।কর্মসূচীতে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে সকালে মানিকগঞ্জ শহীদ রফিক চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাটোরে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়। সভায় বক্তারা বলেন, এক সময় দূর্নীতিতে বাংলাদেশ পরপর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল। বর্তমান সরকারের প্রচেষ্টায় সে অবস্থার পরিবর্তন হয়েছে। তবে এখনও সকল ক্ষেত্রেই দূর্নীতি বিরাজমান।
এছাড়াও- মাদারীপুর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা ও বেনাপোলে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।