আঞ্চলিকভাবে বিনিয়োগের কেন্দ্রে পরিণত হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
জাপানের ব্যবসায়ী-উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পূর্ব ও পশ্চিমের সেতুবন্ধন হিসেবে আঞ্চলিকভাবে বিনিয়োগের কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। দৃঢ়তার সঙ্গে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
জাপানের দ্যা ওয়েস্টিন টোকিও হোটেলে ‘দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা-র যৌথ আয়োজনে অংশ নেন জাপানি ব্যবসায়ীরা।
এ সময় বাংলাদেশের ব্যবসাবান্ধব নীতি ও অনুকুল পরিবেশের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ীদের মধ্যে ১১টি সমঝোতা স্মারক বিনিময় হয়। পরে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সড়ক ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক ব্যবসার কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী হয়েছে বাংলাদেশ।
এদিন টোকিও-র আকাসাকা প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিনজো আবের স্ত্রী আকি আবে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। পরে জাপানের বিস্ময়কর এবং ভবিষ্যতের যাদুঘর খ্যাত জাপানের ন্যাশনাল মিউজিয়াম অফ ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।