আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে কাল সুদান যাচ্ছে বাংলাদেশের একটি দল
- আপডেট সময় : ০৫:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
সুদানে সংঘাতময় পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে কাল সুদান যাচ্ছে বাংলাদেশের একটি দল। জেদ্দা থেকে বাংলাদেশ কনসুলেট জেনারেল একটি টীম দূতাবাসকে সহায়তা দেবে।
সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশির মধ্যে ৭’শ জন দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আটকে পড়া বাংলাদেশিদেরকে প্রথমে খার্তুম থেকে সুদান বন্দরে এবং সেখান সৌদি আরবের জেদ্দায় বন্দরে নিয়ে যাওয়া হবে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের কয়েকটি ফ্লাইটে এসব বাংলাদেশিদের ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে। সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইতোমধ্যেই খার্তুম এবং এর আশপাশের শহর থেকে বাংলাদেশিদের খার্তুম থেকে ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত সুদান বন্দরে নিতে ৯টি বাসের ব্যবস্থা করেছেন।
বর্তমানে সুদানে যুদ্ধবিরতি চলছে, কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সুদান সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে বিগত ১৫ এপ্রিল থেকে সংঘর্ষে প্রায় চারশোর অধিক মানুষ মারা গেছে। এদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিশরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন।