আটটি দেশ ঘুরে বর্তমানে দুবাইয়ে বাংলাদেশের বাইক রাইডার মাসদাক চৌধুরী
- আপডেট সময় : ১২:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
আটটি দেশ ঘুরে বর্তমানে দুবাইয়ে বাংলাদেশের বাইক রাইডার মাসদাক চৌধুরী। বাংলাদেশের রেজিস্ট্রার নাম্বার প্লেট নিয়ে এতদূর পথ পাড়ি দিয়েছেন সড়ক পথেই। উদ্দ্যেশ্য বিশ্ব ভ্রমন একই সাথে উমরা পালন। তবে এটি প্রথমবার না। করোনার আগেও তিনি ওমরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন একা। কিন্তু আর সয়ল হয়নি, আশাহত হয়ে ফিরতে হয়েছিল নিজ দেশে। তাই আবারো সেই উদ্দ্যেশ্যেই যাত্রা শুরু করেছেন। তবে এবার তার সফরসঙ্গী হয়েছেন তার সহধর্মিণী।
হটাৎ দুবাইয়ের রাস্তায় একশত বাইক রাইডারদের সাথে দেখা বাংলাদেশের রেজিস্ট্রার একটি বাইক। আটটি দেশ পাড়ী দিয়ে বর্তমানে দুবাইয়ে অবস্থান করলে মাসদাক চৌধুরীকে দুবাইয়ের বাইক রাইডাররা সম্মানিতও করেছেন। দুই চাকার যানবাহন নিয়ে তিনি আরো ঘুরেছেন ইন্ডিয়া, পাকিস্থান, আফগানিস্থান, টাজিকিস্থান, ওজবেকিস্থান, ইরান এবং ওমানে।
প্রতিটি দেশ তিনি সড়ক পথে পাড়ি দিয়ে কেবল আরব দেশে সড়ক সুবিধা না থাকায় পানি পথ ব্যবহার করতে হয়েছে মোটর সাইকেল পারাপারে। তিনিই প্রথম বাইক রাইডার যিনি দেশ থেকে এতদূর পথ মোটর বাইক নিয়ে পাড়ি দিয়েছেন। ২০১৯ সালেও তিনি ওমরার উদ্দ্যেশ্যে একা বের হলেও করোনার সময় বর্ডারের বাঁধার কারণে অনেকটা অনিচ্ছা সত্বেও দুবাই থেকে দেশে ফিরতে হয়েছিল তার।
তবে এবার তিনি সফর সঙ্গী হিসেবে তার স্ত্রীকে নিয়ে আবারো যাত্রা শুরু করেছেন। ভ্রমনের কারনে বিভিন্ন দেশের মিডিয়াতে আলোচনা’তেও উঠে আসেন এই দম্পত্তি। ভক্সপপ: মালিহা চৌধুরী, মাসদাকের সহধর্মিণী।
প্রতিটি দেশে বিভিন্ন প্রতিবন্ধকতার পাশাপাশি তারা পেয়েছেন ভালোবাসাও। এদিকে দুবাইয়ের রাস্তায় চট্টমেট্টো নাম্বার প্লেট দেখে রীতমতো অবাকও হয়েছেন অনেকেই। তাই বাংলাদেশি প্রবাসীরা নিজ থেকেই এসে জানতে চান তার ভ্রমনের অভিজ্ঞতা সম্পর্কে।
সখের বশবর্তী হয়ে দুই চাকার যানবাহনে চড়ে বিশ্ব ভ্রমনের প্রত্যাশায় মাসদাক চার বছর পুর্বে হারিয়ে ছিলেন চাকরিটাও। আরব দেশগুলো এবং উমরা শেষে তার পরবর্তী পরিকল্পনা ইউরোপের দেশগুলোতে যাত্রা করা।