আটলান্টিক মহাসাগরে অবতরণ করেছেন চার অপেশাদার নভোচারী
- আপডেট সময় : ০৮:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
তিন দিন মহাকাশে থাকার পর সফলভাবে আটলান্টিক মহাসাগরে অবতরণ করেছেন চার অপেশাদার নভোচারী। পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করা প্রথম বেসামরিক নাগরিক তারা।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেস-এক্স ক্যাপসুলে মহাকাশের উদ্দেশে রওনা দেন এ চার সাধারণ পর্যটক। আর ক্যাপসুল থেকে প্যারাসুটে করে একে একে শনিবার ওই এলাকার উপকূলে পানিতে অবতরণ করেন তারা। পরে বোটে করে নিরাপদে তাদের তীরে আনা হয়। চার সাধারণ মানুষের মহাকাশযাত্রার নামকরণ হয় ইন্সপাইরেশন-ফোর। মার্কিন ধনকুবের এলোন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান- স্পেসএক্সের রকেট ড্রাগনে চেপে পৃথিবী প্রদক্ষিণ করেন তারা। নিতান্ত শখের বশে মহাকাশে ঘুরতে যাওয়া তাদের। ব্যয়বহুল এ পরিভ্রমণের ব্যয় বহন করেছেন মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান। তিনি ই-কমার্স প্রতিষ্ঠান শিফট ফর পেমেন্টস ইনকরপোরেশনের প্রধান নির্বাহী। নিজেই এ মিশনে কমান্ডারের ভূমিকা পালন করেন তিনি।