আট পর্বতারোহীর অবিজিত দোগারি হিমাল শিখর অভিযানে অংশগ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে-নেপালের আট পর্বতারোহী অবিজিত দোগারি হিমাল শিখর অভিযানে অংশগ্রহণ করবে। ৩ অক্টোবর বাংলাদেশ পর্বতারোহী দলের তিন সদস্য নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়, বাংলা মাউন্টেইনিয়ারিং এ্যান্ড ট্র্যাকিং ক্লাব সংগঠন। হিমালয়ের দোগারি হিমালের উচ্চতা ২১ হাজার ৪৪৩ ফুট। সম্মিলিত অভিযানে বাংলাদেশের নেতৃত্ব দেবেন দুবার এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।
এছাড়া বজলুল মজনু, ইকরামুল হাসান ৭ হাজার মিটার চূড়াসহ হিমালয়ে একাধিকবার পর্বত আরেহন করেছেন বলে জানায় অনুষ্ঠানের পরিচালনা পর্ষদ। এ সময় অর্থনীতিবিদ ও ব্র্যাক চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, উচ্চতায় পৌঁছানোর অনন্য কৃতিত্বের দাবিদার বাংলাদেশ এভারেস্ট বিজয়ীরা।