আত্মগোপনে থাকা রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী গ্রেফতার
- আপডেট সময় : ০২:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
স্ত্রী-পুত্রসহ কলেজশিক্ষককে মারধরের মামলায় আত্মগোপনে থাকা রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে পাবনা জেলার পাকশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী জেলা পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ পাকশীতে অভিযান চালিয়ে এক আত্মীয় বাড়ি থেকে মেয়র মুক্তারকে গ্রেফতার করে। এ সময় রজন নামের তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান চালানো হয় তার নিজ বাড়িতে। এসময় ফেন্সিডিল, নগদ এক লাখ ৩২ হাজার টাকা ও ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো দুটি মামলা করা হবে। এরআগে ৭ জুলাই মেয়র মুক্তারের বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৩ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশ। সে সময় তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করা হয়। তবে পালিয়ে যান ময়ের মুক্তার।