আদালতের নির্দেশে পুনর্বহাল পাকিস্তান পার্লামেন্টে কাল ইমরানের ভাগ্য নির্ধারণ
- আপডেট সময় : ০৯:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কাল নতুন ইতিহাসের অংশ হতে যাচ্ছে পাকিস্তানের জনগণ। অস্বাভাবিক কিছু না ঘটলে প্রথমবারের মতো দেশটির কোনো প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে হবে। অনাস্থা ভোট খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করলে নতুন মোড় নেয় পাকিস্তানের অস্থিতিশীল রাজনীতি।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্ত বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের রায়ে শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার। অধিবেশনের কার্যসূচি আগেই ঘোষণা করতে পারে জাতীয় পরিষদ সচিবালয়। প্রস্তাবের ভোটাভুটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত করা যাবে না।
৩ এপ্রিল অধিবেশন শুরুর আগমুহূর্তে পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছিলেন বিরোধীরা।
এদিকে, পার্লামেন্ট পুনর্বহালে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে পাকিস্তানের রাজনীতি আবারও নাটকীয় মোড় নিয়েছে। অনাস্থা ভোটে ইমরান খানের বিদায় নিশ্চিত ধরে নিয়ে সম্ভাব্য নতুন ফেডারেল সরকার গঠনের আলোচনা শেষ করেছে বিরোধী জোট। নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ- পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ।
নতুন প্রেসিডেন্ট এবং চারটি প্রদেশে নতুন গভর্নর নিয়োগে সাংবিধানিক পদক্ষেপ নেয়া হবে। ইমরান খান সরকারের সব সিদ্ধান্ত পর্যালোচনা ও পরিবর্তন করা হতে পারে বলেও জানিয়েছে বিরোধী পক্ষ।