আদালতের পবিত্র অঙ্গনে দুর্নীতিবাজদের বরদাশত করা হবে না : প্রধান বিচারপতি
- আপডেট সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আদালতের পবিত্র অঙ্গনে দুর্নীতিবাজদের বরদাশত করা হবে না, চিহ্নিত হলেই কঠোর সাজা ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিকেলে সুপ্রিমকোর্টে সরকারি আইন সহায়তা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষে, বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার ও সেকশন সুপারদের নিয়ে আয়োজিত কর্মশালায় এই হুঁশিয়ারি দেন তিনি । এসময় উপস্থিত ছিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিরা।
খোলা তোলায়ার নিয়ে হাইকোর্টের সামনে দণ্ডায়মান বিচারের দেবী থেমিস। তবে নিরপেক্ষতার প্রতিক হিসেবে থেমিসের বাঁধা দু’চোখই যেন আদালতের দুর্নীতিবাজ বেঞ্চ কর্মকর্তাদের বড় আশ্রয়। টাকা দিলে লিস্টের শুরুতে থাকে, কিন্তু টাকা না দিলে, বছর পর বছর পেরোলেও খবর থাকে না মামলার, এমন অভিযোগ নিত্যদিনের।
এমন বাস্তবতায় বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার ও সেকশন সুপারদের নিয়ে দিনব্যাপি কর্মশালার আয়োজন সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি অভিযোগ করেন কতিপয় দুর্নীতিবাজদের জন্য পুরো বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোন ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।
বিচার বিভাগ পরিচালনায় চাটুকারদের প্রশ্রয় দেয়া হবে বলেও সাফ জানিয়ে দেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে মামলার কার্যতালিকা নিয়ে নয়-ছয় না করতে বেঞ্চ অফিসারদের সতর্ক করেন জ্যেষ্ঠ বিচারপতিরা