আদালতের রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডিকে সতর্ক করেছে হাইকোর্ট
- আপডেট সময় : ০৬:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বুড়িগঙ্গার দূষণ বন্ধে আদালতের রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডি তাকসিম এ খানকে সতর্ক করেছে হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের মধ্যে রায় বাস্তবায়নের অগ্রগতি জানাতে ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশও দেয় উচ্চ আদালত। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।করোনা পরীক্ষায় জালিয়াতির মামলায় জব্দ করা নথি জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার আইনজীবীদের সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্টের আলাদা একটি দ্বৈত বেঞ্চ।
শ্যামপুরের শিল্প কারখানার বর্জ্যে এভাবেই দুষিত হচ্ছে ঢাকার প্রাণ খ্যাত বুড়িগঙ্গা। শিল্প বর্জ্যের পাশাপাশি পয়োবর্জ্যের মারাত্মক এই দুষণে নদী হারিয়েছে তার সৌন্দর্য্য। সঙ্গে বুড়িগঙ্গার আশপাশের বাতাস হয়েছে বিষাক্ত। এমন বাস্তবতায় দুষণ বন্ধে ২০১০ সালে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। শুনানি শেষে ২০১১ সালে রায় দেয় হাইকোর্ট। রায়ে ওয়াসার এমডিকে ৬ মাসের মধ্যে বুড়িগঙ্গা নদীতে কারখানার বর্জ্য নিঃসরণ লাইন বন্ধের নির্দেশ দেয় উচ্চ আদালত।
এর মাঝে কয়েকদফা আদালতে লিখিত প্রতিবেদন দিয়ে বুড়িগঙ্গার বিষয়ে নিজেদের নেয়া পদক্ষেপ ও অবস্থান ব্যাখ্যা করে ওয়াসা। সোমবার দাখিল করা হয় আরো একটি প্রতিবেদন। কিন্তু ওই প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে ওয়াসার এমডিকে সতর্ক করে হাইকোর্ট।এদিন করোনা চিকিৎসা প্রতারণা মামলায় জেকেজির চেয়ারম্যান ডা সাবরীনা আরিফ চৌধুরীসহ আট আসামীর বিরুদ্ধে জব্দ করা নথি ও আদালতে উত্থাপিত কাগজসমুহের সত্যায়িত অনুলিপি আসামীপক্ষকে সরবরাহ করতে বিচারিক আদালতকে নির্দেশও দেয় হাইকোর্টের আলাদা একটি বেঞ্চ।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে বিদ্যমান অনিয়ম ও সমস্যা দূর করতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও ব্যাখ্যার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।