আদিয়ান মার্টের কার্যালয় ও মালিকের বাড়িতে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা
- আপডেট সময় : ০৬:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পাওনা টাকার দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের কার্যালয় ও মালিকের বাড়িতে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা। দুপুর থেকে সদর উপজেলার নীলমণিগঞ্জ বাজারের ওই প্রতিষ্ঠানটি অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এসময় কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে কয়েক’শ বিক্ষুব্ধ গ্রাহক। লোভনীয় অফারে বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় ই-কমার্স প্রতিষ্ঠানটি। এক গ্রাহকের করা মামলায় প্রতিষ্ঠানটির সিইও জুবায়ের সিদ্দিক, তার বাবা আবু বকর সিদ্দিক, ভাই মাহমুদ সিদ্দিক ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে রেব। সম্প্রতি, সিইও ছাড়া সব আসামিই জামিন পেয়েছে। এদিকে, পাওনা টাকা না পেয়ে আন্দোলন শুরু করেন গ্রাহকরা। তারা জানান, আদিয়ান মার্ট পাওনা টাকা ফেরত দিতে নতুন করে টালবাহানা শুরু করেছে। কোম্পানীর লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের বাড়িতে ও অফিসে তালা লাগিয়ে দেয়া হয়েছে।