আধিপত্যের জেরে বগুড়ায় আওয়ামী লীগ নেতা খুন
- আপডেট সময় : ০৬:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
প্রতিহিংসার জেরে বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে পিরোজপুরে জাপা নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। এছাড়া, সাতক্ষীরার পাটকেলঘাটায় শিশু ছেলেকে বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন মা। তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগ নেতা মুর্তজা কাওসার অভিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য ও দলীয় কোন্দলের জেরে সোহাগ নামের এক যুবলীগ নেতাকে কিছুদিন আগে মারধর করেন অভি। গতকাল সন্ধ্যায় অভি উপজেলা পরিষদের সামনে দিয়ে যাওয়ার সময় ১০-১২ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। নিহত অভি পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পিরোজপুর মঠবাড়িয়ায় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদককে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। সকালে উপজেলার গুদিঘাটা গ্রামের ভাঙ্গাপুলে এ ঘটনা ঘটে ।
স্হানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে প্রিয়া তার ছেলে আবিরকে বিষপান করিয়ে পরে নিজেও বিষ পান করে আত্মহত্যা করেন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রিয়া খাতুনের মৃত্যু হয়। ছেলে আবির এখনও চিকিৎসাধীন।
বরিশালের গৌরনদীর বঙ্কুরা গ্রামে সন্ত্রাসী হামলায় শুকুরন বেগম নামে এক নারী মারা গেছেন। গতকাল রাতে একদল সন্ত্রাসী এই হামলা চালায় বলে অভিযোগ করেন স্বজনরা। ঘটনার পর নিহতের ভাতিজা হত্যা মামলা করেছেন।