আধিপত্য বিস্তারের জেরে স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ২৫৩০ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় মিজান সমর্থকরা লেদু মিয়া নামে একজনকে পিটি হত্যা করে।
গতকাল রাতে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানের স্বজনরা দাবি করেছেন, গোকুল ইউনিয়ন যুবদলের বহিস্কৃত সভাপতি বিপুল বাহিনী এ হামলা চালিয়েছে। পুলিশ জানায়, নিহত মিজান অস্ত্রসহ বেশ কয়েকটি মামলার আসামি ছিলেন। তার সাথে একই এলাকার বহিস্কৃত যুবদল নেতা বিপুলের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। দু’পক্ষের বিরোধে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আরো জানান, নিহত লেদু প্রতিপক্ষ বিপুল গ্রুপের। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানিয়েছেন, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।