আনন্দের জোয়ারে ভাসছে শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ
- আপডেট সময় : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আগামী ২৫ জুন দেশের ১৭ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা দেয়ায় এখন আনন্দের জোয়ারে ভাসছে শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এরই মধ্যে শরীয়তপুরে রেলি, আনন্দ মিছিল, রং ছিটানো, মিষ্টি বিতরণ ও আতশবাজিতে মেতে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবতা। এরই মধ্যে নির্মাণ কাজ শেষ। চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। আগামী ২৫ জুন প্রধনামন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন পদ্মা সেতু।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানো হয়। এরপর একে একে সবকটি স্প্যান বসানো হয়। সেতু নির্মাণে মোট খরচ হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
পদ্মা নদীর ওপর নির্মিত ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সড়কপথে রাজধানীর নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হবে।শরীয়তপুর, মাদারীপুরসহ আশপাশের জেলাগুলোতে সড়ক অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নত হবে।
মঙ্গলবার পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষনার পর শরীয়তপুরে বইছে আনন্দের বন্যা। আনন্দ মিছিল, মিষ্টি বিতরন ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ নেতাকর্মিরাসহ সর্বস্তরের মানুষ।
পদ্মা সেতুতে যানবাহন চলাচলের মধ্যদিয়ে, দক্ষিন-পশ্চিমাঞ্চলের জেলাগুলোউন্নয়নের মূল স্রোতধারায় আসবে বলে মনে করেন প্রশাসনের নির্বাহীরাও।
যতই উদ্বোধনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, মানুষের মাঝে ততোই উদ্দীপনার দেখা মিলছে।