আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী নগরবাসী
- আপডেট সময় : ০৪:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ১৬১৮ বার পড়া হয়েছে
ঈদুল আযহা উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী নগরবাসী। বাস-ট্রেন-লঞ্চে যে যেভাবে পারছেন, বাড়ির পথ ধরেছেন। শুক্রবার সকাল থেকেই রেলস্টেশন ও বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড়। বাসে অতিরিক্ত ভাড়া আদায় ছাড়া বড় কোন অভিযোগ নেই ঘরমুখো যাত্রীদের।
আর মাত্র দু’দিন পরই ঈদুল আজহা। ঈদের ৩ দিনের ছুটির আগেই দু’দিনের সাপ্তাহিক ছুটি যোগ হবার বাড়তি পাওনায় বন্ধ হয়ে গেছে সরকারি-বেসরকারি অধিকাংশ অফিস। টানা ৫ দিনের ছুটি পেয়ে পরিবার ও স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ধীরেসুস্থে গ্রামের বাড়ির দিকে ছুটছেন সবাই। রাজধানীর আন্তজেলা বাস টার্মিনালগুলো যাত্রীদের চাপে ভরে উঠেছে। প্রিয়জনদের সঙ্গে কোরবানি দিতে সপরিবারে রাজধানী ছাড়েন ঘরমুখো মানুষ।
কমলাপুর রেলস্টেশনেও অতিরিক্ত যাত্রীর চাপ। ট্রেনের ভেতরে দাঁড়িয়ে-বসে যাত্রীদের ঠাসাঠাসি ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। ট্রেন যাত্রায় আসন-সংকট ছাড়া তেমন বড় ধরনের কোন অভিযোগ নেই যাত্রীদের। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষের সব ধরনের প্রস্তুতির কথা জানান স্টেশন ম্যানেজার। নির্ধারিত সময়েই ছাড়ে এদিনের ট্রেনগুলো। দুপুর পর্যন্ত ট্রেনে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।