আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের মনোনয়ন নিয়েছেন ট্রাম্প
- আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আসন্ন নির্বাচনে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের মনোনয়ন নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদের জন্য এই মনোনয়ন নিলেন তিনি। বৃহস্পতিবার রিপাবলিকান দলের জাঁকজমকপূর্ণ চারদিনের সম্মেলনের শেষ দিনে মনোনয়ন পান তিনি। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রিপাবলিকান ২০০০ সদস্য। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণাও শুরু করেন ট্রাম্প। এ সময় ৭০ মিনিটের দীর্ঘ বক্তৃতা রাখেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট, যার প্রায় পুরোটা জুড়েই ছিলো ডেমোক্র্যাট দল ও তার প্রার্থী জো বাইডেন এবং কমলা হ্যারিসের প্রতি আক্রমণ ও সমালোচনা৷ ট্রাম্প তার দলের নেতাদের সতর্ক করে বলেন, নভেম্বরে হোয়াইট হাউসে জো বাইডেন জিতলে আমেরিকার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে৷ তিনি বলেন, শুধু একটি উপায়েই বিরোধীরা এ নির্বাচন জিততে পারবে, আর সেটা হলো কারচুপি। অন্যথায় আমরাই জিততে চলেছি।