আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকারের তালিকা যাচাই-বাছাই করে দেখবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকারের তালিকা যাচাই-বাছাই করে দেখবে এবং অপরাধের ধরণ অনুযায়ী বিচারের আওতায় আনা হবে।
সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নেপালের আইন বিচার ও সংসদ বিষয়ক উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী একথা বলেন। এর আগে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ ব্যাপারে জানতে চাইলে রাজাকারদের বিচারের আওতায় আনার ব্যাপারে প্রতিক্রিয়া জানান আনিসুল হক।