আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পোলার্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক কাইরোন পোলার্ড। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় পোলার্ড নিজেই ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানেন।
২০০৭ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় পোলার্ডের। সে বছর ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয় টি-টুয়েন্টি অভিষেক। দেশের হয়ে ১২৩টি ওয়ানডে এবং ১০১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ওয়ানডেতে ২ হাজার ৭০৬ রানের সঙ্গে নিয়েছেন ৫৫ উইকেট। টি-টুয়েন্টিতে আছে ১ হাজার ৫৬৯ রান এবং ৪২ উইকেট। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে পোলার্ডের এমন সিদ্ধান্তে চিন্তিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকোট বোর্ড। পোলার্ড এক ইনস্টাগ্রাম ভিডিওতে বলেন, অনেক ভেবেচিন্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।