আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান এবং ১০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার হলেন সাকিব
- আপডেট সময় : ০২:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান এবং ১০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। তিনিই প্রথম ও একমাত্র ক্রিকেটার যিনি এমন বিশ্বরেকর্ড গড়েছেন।
টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বপ্রথম ১ হাজার রান এবং ১০০ উইকেটের কীর্তিও ছিল সাকিবের। এবার সেই রেকর্ডটিকেই আরও উঁচুতে নিয়ে গেলেন তিনি। টি-টুয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন ১ উইকেট। এটি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সাকিবের ১২০তম উইকেট। ব্যাট হাতে এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন সাকিব। এই ফরম্যাটে সব মিলিয়ে ১৭তম এবং বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বাংলাদেশের হয়ে সর্বপ্রথম টি-টুয়েন্টিতে ২ হাজারি ক্লাবে যোগ দিয়েছিলেন বর্তমান টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।