আন্তর্জাতিক নারী দিবস আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী দিবস আজ। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে দিনটি আন্তর্জাতিক নারী দিবস-হিসেবে পালন করছে জাতিসংঘ। সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হবে।
নারী দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন : জেন্ডার বৈষম্য করবে নিরসন’। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী দিবস উপলক্ষে বেলা আড়াইটার দিকে এক শোভাযাত্রার আয়োজন করেছে। শোভাযাত্রাটি কেন্দ্রিয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হবে।