আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জিতেছে বাংলাদেশী কিশোর সাদাত রহমান সাকিব
- আপডেট সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সাইবার বুলিং বা অনলাইনে হয়রানি বন্ধে অবদান রাখায় আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জিতেছে বাংলাদেশী কিশোর সাদাত রহমান সাকিব। ‘সাইবার অপরাধ’ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে তৈরি ‘সাইবার টিনস’ মোবাইল অ্যাপের জন্যই এই খ্যাতি দেশে বয়ে এনেছেন নড়াইলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাদাত। দেশের জন্য গৌরব বয়ে আনা সাদাতের এই সাফল্যে উদ্বেলিত নড়াইলবাসী।
শিশু অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে প্রতিবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ঘোষণা করে নেদারল্যান্ডস-ভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন নামে একটি সংস্থা। এবার এই তালিকায় যোগ হলো বাংলাদেশের নাম। নিজের দেশের নাম উজ্জ্বল করে এ সম্মান বয়ে এনেছেন নড়াইলের ছেলে সাদাত রহমান। সাইবার বুলিং প্রতিরোধী অ্যাপ তৈরি এবং এর মাধ্যমে মানুষজনকে অনলাইনে হয়রানির বিষয়ে সচেতন করার প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ সম্মানজনক এ পুরস্কার জিতেছে সে।
‘সাইবার টিনস’এর মাধ্যমে পরিচয় গোপন রেখে একদল স্বেচ্ছাসেবকের কাছে অনলাইনে হয়রানির বিষয়ে অভিযোগ জানানো যায়। পরে ওই স্বেচ্ছাসেবকরাই প্রয়োজনবোধে পুলিশ বা সমাজকর্মীদের কাছে যান।
১৩ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে সাদাত রহমানের হাতে ভার্চুয়ালী এ পুরস্কার তুলে দেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফ-জাই। এসময় তিনি বলেন, ১৭ বছর বয়সী সাদাতকে সবার জন্য অনুপ্রেরণা। সাদাত একজন সত্যিকারের পরিবর্তনকারী। এতে আনন্দিত ও খুশী তার বন্ধুরাও।
নড়াইল আব্দুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাকিবের এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক ও সহপাঠীরাও খুব খুশী।
অন্যদিকে ‘সাইবার অপরাধ’ থেকে শিশুদের সুরক্ষার জন্য সাদাত রহমান তার সহযোদ্ধাদের পাশাপাশি সবসময় জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছে।
দেশে ফেরার পর নড়াইলে তাকে জমকালো সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।