আন্দোলনের নামে অরাজকতা করলে শক্ত হাতে দমন করা হবে : দীপুমনি
- আপডেট সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
বিএনপি’র বরিশাল বিভাগীয় সমাবেশে বিশৃঙ্খলা প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার আওয়ামী লীগের অফিসে সামনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে দলীয় নেতারা বলেন, বিএনপি দেশের বিভাগীয় শহরগুলোয় গণসমাবেশ করে মাঠ দখলে নেয়ার চেষ্টা করছে।
পাশাপাশি আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলে দেশে-বিদেশে প্রমাণ করতে চাইছে। এটাকে একটি রাজনৈতিক অপকৌশল উল্লেখ করে বিএনপির এই অপকৌশল প্রতিরোধে তারা মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
এজন্য ৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় নগরের ৩০টি ওয়ার্ডে মিছিল-সমাবেশ করার ঘোষণা দেন তারা।
আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি।
সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
শিক্ষা মন্ত্রী আরো বলেন, বিএনপির কোন আন্দোলন বানচাল করার চেষ্টা করে না সরকার। অরাজকতা সৃষ্টি হতে পারে তাই বরিশালে ধর্মঘট ডেকেছে বাস মালিকরা।
শিক্ষামন্ত্রী আরো বলেন, গণতান্ত্রিক দেশে সব দল নিজের মতামত প্রকাশ করতে পারছে বলেই আন্দোলনও করতে পারছে।