আন্দোলনের নামে আবারো আগুন সন্ত্রাস হলে ছাড় দেবে না সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে আবারো আগুন সন্ত্রাস হলে ছাড় দেবে না সরকার। বিরোধীদলের উদ্দেশ্যে এ হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে শেখ হাসিনা… অগ্নিসন্ত্রাসে জড়িতদের মামলাগুলো দ্রুত সাজা নিশ্চিতে আইনজীবীদের সজাগ থাকার নির্দেশ দেন। সরকার প্রধান বলেন, ক্ষমতায় থেকে জিয়াই নির্বাচনী প্রক্রিয়া নষ্ট করেছেন, আর আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে আইনের শাসন।
সুপ্রিমকোর্টের পাশেই মাথা উচুঁ করে দাঁড়িয়েছে ১৫ তলা বিশিষ্ট বার কাউন্সিল ভবন। ১৩৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই ভবনে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।
প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে নবনির্মিত বার কাউন্সিল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোয়া ও মোনাজাতের পর আইন অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে বিশেষ ফটোসেশনে অংশ নেন তিনি।
উদ্বোধন শেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত আইনজীবী মহাসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বলেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশের নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করে জিয়াউর রহমান।
যারা অনলাইনে বিভ্রান্তি ছড়ায় তাদের দ্রুত সাজা নিশ্চিত করতে তৎপর হতে আইনজীবীদের পরামর্শ দেন সরকার প্রধান।
আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুশিয়ার দেন তিনি।
চলমান দুর্গাপূর্জায় কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।