আন্দোলন করে মানবিকতা অর্জন করা যায় না: আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আইন আইনের গতিতে চলবে, আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
সকালে আখাউড়া পৌর আওয়ামী লীগের আয়োজনে সড়ক বাজার মুক্ত মঞ্চে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় আইনমন্ত্রী আরো বলেন, বাঙালির রীতিনীতি অনুযায়ী শত্রুর বাড়িতেও যদি কেউ মারা যায় তাকে সমবেদনা জানায়। খালেদা জিয়ার ছেলে মারা গেল স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাকে সমবেদনা জানানোর জন্য তার বাসায় গেলেন। তখন মুখের ওপরে গেট বন্ধ করে বাসায় ঢুকতে দেয়া হয়নি। এটা শুধু শেখ হাসিনাকে অপমান করা হয়নি সারাদেশের মানুষকে অপমান করা হয়েছে। আন্দোলন করে মানবিকতা অর্জন করা যায় না বলেও জানান আইনমন্ত্রী।