আন্দোলন ঠেকাতে তারেক-জোবায়দার বিরুদ্ধে মিথ্যা মামলা : ফখরুল
- আপডেট সময় : ০২:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
জিয়া পরিবারকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, আওয়ামী লীগ দেশকে লুটপাট করার জন্য জনগণের ভোটের অধিকার হরণ ও গণতন্ত্র হত্যা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, সরকার বিএনপির আন্দোলনে নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদককে ব্যবহার করে কাল্পনিক মামলার আশ্রয় নিয়েছে।
নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় দু:খ প্রকাশ করেন মির্জা ফখরুল।
জাতীয় প্রেসক্লাবে জাগপা’র আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সিন্ডিকেট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে।
সরকার পতন আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ড. মোশাররফ।