আন্দোলন থেকে জনগণ ও পশ্চিমা বিশ্বের দৃষ্টি সরাতেই সরকারের জঙ্গি নাটক : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
আন্দোলন থেকে জনগণ ও পশ্চিমা বিশ্বের দৃষ্টি সরাতেই সরকার জঙ্গি নাটক তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় একথা বলেন তিনি । চলমান আন্দোলনে জয় নিশ্চিত বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেন মির্জা ফখরুল।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, সরকার বিএনপির আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে ফেরাতে জঙ্গী নাটক শুরু করেছে।
চলমান আন্দোলনে বিজয়ের মধ্যদিয়ে দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানান তিনি।
সরকারের কার্যকরি পদক্ষেপ নেই বলেই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ দাবি করেন মির্জা ফখরুল ইসলামআলমগীর।