আপাতত রেলের ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই : রেলমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বাড়লেও রেলের ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। একদল দুর্বৃত্ত রেলের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি। সকালে দীর্ঘ আট মাস পরে কমলাপুরে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া ট্রেন চলাচলের উদ্বোধনকালে একথা বলেন রেলমন্ত্রী।
২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের প্রতিবাদ করে অনেকে।
এ সময় ব্রাহ্মণবাড়ীয়ায় দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় রেলসহ সরকারী বিভিন্ন স্থাপনা।
দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর শনিবার সকালে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ীয়া স্টেশনে ৭ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
ব্রাহ্মণবাড়ীয়ায় হেফাজতে ইসলামের এসব তান্ডবের ঘটনার জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করছেন তিনি।
জ্বালানির দাম বাড়লেও রেলরে ভাড়া বাড়বে না বলেও জানান মন্ত্রী।
রেলে ঢিল মারার বিরুদ্ধে জনসচেনতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেন নুরুল ইসলাম সুজন।