আফগানিস্তানের কাবুলের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। তবে তালেবান সরকার ১০ জন নিহত হওয়ার কথা জানায়।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে পবিত্র রমজান মাসে দেশটিতে সাধারণ মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটলো। কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে। জানা গেছে, রমজানের শেষ শুক্রবার, জুমার দিনে শত শত মুসল্লি অংশ নেন নামাজে। নামাজের শেষ সময়ে এ বিস্ফোরণ ঘটানো হয়। হামলার দায় এখনো স্বীকার করেনি কেউ। তালেবানের নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের স্থান ঘিরে রেখেছে । মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন, ধারণা করা হচ্ছে আত্মঘাতী কোনো হামলাকারী অংশ নিতে পারেন নামাজে।