আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
- আপডেট সময় : ১০:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারিদের ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করে ১২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ২৩ ওভার ৩ বলে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হোয়াইটওয়াশ থেকে বাঁচলো বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া….তাই এ জয় শুধুই মান বাঁচানোর।
চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। ইব্রাহীম জাদরান ফেরেন ১ রানে আর রহমাত শাহ ফেরেন শুন্যতে।
ইনিংস বড় করতে পারেনি রহুমানউল্লাহ গুরবাজও। ফেরেন ৬ রান করে। দলের হাল ধরার চেষ্টায় থাকা অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির ব্যাট থেকে আসে ২২ রান।
৬৮ রানে ৭ উইকেট হারানো আফগান দলের হাল ধরেন আজমতউল্লাহ ওমারজাই। এক পাশ আগলে রেখে ফিফটি তুলে নেন এই আফগান ব্যাটার। ৫৬ রানে ওমরজাই ফিরলে ১২৬ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ নাঈম ও নাজমুল শান্তর উইকেট হারায় বাংলাদেশ।
তবে তৃতীয় উইকেটে সাকিব ও লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফেরে টাইগাররা। তবে ৩৯ রানে সাকিব ফিরে গেলে ভাঙ্গে দুজনের ৬১ রানের জুটি।
এরপর তওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন টাইগার অধিনায়ক লিটন দাস।