আফগানিস্তানে আশঙ্কাজনক হারে বাড়ছে ঘরহারা মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আফগানিস্তানে আশঙ্কাজনক হারে বাড়ছে ঘরহারা মানুষ। এ বছরের শেষ নাগাদ দারিদ্রের হার ৯৭ শতাংশে উঠতে পারে বলে আশংকা জাতিসংঘের।
সহায়-সম্বলহীনভাবে দিন কাটছে হাজারো আফগানের। উদ্বাস্তু শিবিরগুলোতে ক্ষুধার্ত মানুষের হাহাকার। অনেকে ঠাঁই পাচ্ছে না ক্যাম্পগুলোতেও। জাতিসংঘ বলছে, তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর পশ্চিমা সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় মানবিক সংকট দেখা দিয়েছে। বর্তমানে দেশটির প্রায় দু’কোটি মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। অভাবে আফগানরা ঘরের হাড়ি-পাতিল এবং আসবাবপত্রও বিক্রি করছেন। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সহকারী মহাসচিব মার্টিন গ্রিফিথস বলেন, মানবিক সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ এবং দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে আফগানিস্তানকে একশ’ ২০ কোটি মার্কিন ডলার সহায়তার অঙ্গীকার করা হয়েছে।