আফগানিস্তানে একটি কারাগার দখল করে সব কয়েদিকে মুক্তি দিয়েছে তালেবান
- আপডেট সময় : ০৮:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজাজান প্রদেশের একটি কারাগার দখল করে সব কয়েদিকে মুক্তি দিয়েছে তালেবান ।
শনিবার দ্বিতীয় প্রাদেশিক রাজধানী শেবারগান দখলের পর ওই কারাগারের বন্দিদের মুক্ত করে দেয়া হয় । অন্যদিকে ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের দু’টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। এর আগে নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ দখলে করে।শেবেরগানে তালেবানদের কিছুটা প্রতিরোধের মুখে পড়তে হয়। তবে শেষ পর্যন্ত শহরটি দখলে নিতে সক্ষম হয় তালেবান বাহিনী। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নামে এই বাহিনী। দেশটির গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গা নিজেদের দখলে নেয়ার পর এখন তারা প্রধান শহরগুলোকে লক্ষ্য করে এগুচ্ছে।লস্কর গাহের রাজধানী হেরাতসহ অন্যান্য প্রাদেশিক রাজধানীগুলোও যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই এখন তালেবানের দখলে বলে জানা গেছে।