আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান
- আপডেট সময় : ০৮:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান।
দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে তিনদিনে ছয়টি প্রদেশের পতন ঘটেছে। রোববার কাবুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযোগ থাকা কুন্দুজ শহরের দখল নেয় তালেবান। একই দিনে সামাঙ্গান ও তালেকানের দখলও নেয় তারা। শুক্র ও শনিবার জারাঞ্জ ও শেবারগানের নিয়ন্ত্রণ হারিয়েছে সরকারি বাহিনী। শহরগুলোতে দখল পুনরুদ্ধারে লড়াই করছে সরকারি বাহিনী। তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারাও। অন্যদিকে লস্করগাহ, কান্দাহার ও হেরাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল যুদ্ধ চলছে। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে এক রেডিও স্টেশনের ব্যবস্থাপককে হত্যা ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে এক সাংবাদিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সন্দেহভাজন তালেবান যোদ্ধারা এসব ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা দাবি করেন।