আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করায় বাংলাদেশে জঙ্গিবাদী গোষ্ঠী উত্থানের সুযোগ নিতে পারে
- আপডেট সময় : ০২:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
প্রায় ২০ বছর পর দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করায় বাংলাদেশে জঙ্গিবাদী গোষ্ঠী উত্থানের সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন সংগঠনটি এখন আগের চেয়ে অনেক সহনশীল এবং নমনীয়। নিরাপত্তা বিশ্লেষক ইশফাক এলাহী চৌধুরী আফগানিস্তানে শান্তি ধরে রাখার পক্ষে কাজ করার ওপর জোর দেন ইশফাক এলাহী চৌধুরী।
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের খুব অল্প সময়ে কাবুলসহ সবকটি শহর দখলে নেয় তালেবানরা। দীর্ঘ ২০ বছর পর আবার ক্ষমতায় এলো সংগঠনটি।
গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলে নিয়ে গোটা বিশ্বকে নিজেদের অস্তিত্ব জানান দেয় তারা। চলছে সরকার গঠনের প্রস্তুতি। এরইমধ্যে আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন বেসামরিক বহু নাগরিক। তবে এমন প্রেক্ষাপটে কিছু এলাকায় তালেবান বিরোধী বিক্ষোভ হয়েছে। জালালাবাদ প্রদেশে সেই বিক্ষোভে নিহতের ঘটনাও ঘটে।
আফগানিস্তানে তালেবানদের হঠাৎ উত্থানে বাংলাদেশে ধর্মভিত্তিক ও উগ্র সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী তৎপর হয়ে ওঠার চেষ্টা চালাতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।
বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী বলেন, বর্তমান তালেবান সংগঠনের যে চেহারা, তাতে একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক পরিচয়ের আভাস মিলছে।
আফগানিস্তানে স্থায়ী শান্তি বজায় থাকলে বাণিজ্যে সুবাতাস বইবে মধ্য ও দক্ষিণ এশিয়ায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরিবর্তন হয়েছে। তার ধারাবাহিকতা আফাগানিস্তানের পরিবর্তন আশা করছেন এই বিশেষজ্ঞ।
তবে অস্থিরতা থেকে মুক্তি না পেলে কারো জন্যই মঙ্গল হবে না বলেও মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক।