আফগানিস্তানে তালেবান বাহিনী ধারণার চেয়ে দ্রুত গতিতে কাবুলের দিকে অগ্রসর হচ্ছে
- আপডেট সময় : ০১:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
আফগানিস্তানে তালেবান বাহিনী ধারণার চেয়ে দ্রুত গতিতে রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে দেশটির অধিকাংশ অঞ্চল তালেবানের দখলে চলে গেছে। সর্বশেষ আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত দখল করে নিয়েছে তালেবান।
বিভিন্ন গণমাধ্যম বলছে, এ দুটি বড় শহর দখলকে তালেবানের সামরিক বিজয় হিসেবে ধরা হচ্ছে। এই অবস্থার মধ্যে হাজার হাজার আফগান নাগরিক নিজেদের বাড়িঘর ছেড়ে জীবন বাঁচাতে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে নারী ও শিশু। তালেবানের দখলে চলে যাওয়া প্রদেশগুলো থেকে মানুষ রাজধানী কাবুলের দিকে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছে। কারণ, কাবুলই এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। এই অবস্থার মধ্যে জাতিসংঘ আফগানিস্তানের প্রতিবেশীদের সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, খাদ্য মজুদের অবস্থা ভয়াবহ। দেশটিতে ‘মানবিক বিপর্যয়ের’ ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের দূতাবাসকর্মী এবং দেশটির নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে কাবুল পৌঁছেছে মার্কিন সেনারা।মার্কিনিদের নিরাপত্তা দিতে পাঠানো ৩ হাজার সেনার প্রথম দলটির শুক্রবার কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ পর্যন্ত অনেক বেসামরিক মানুষ সামরিক আগ্রাসনে প্রাণ হারিয়েছেন।