আফগানিস্তানে তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয় জাতীয় বাজেটের খসড়া প্রস্তুত করেছে
- আপডেট সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আফগানিস্তানে তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয় জাতীয় বাজেটের খসড়া প্রস্তুত করেছে। দুই দশকের মধ্যে এই প্রথম তালেবান শাসনে কোনো বাজেট ঘোষণা করতে চলেছে সরকার।
কোনো রকম বিদেশি সহায়তা ছাড়াই তৈরি করা হয়েছে এই বাজেট। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এ ঘটনায় যুদ্ধবিধ্বস্ত দেশটি এক নজিরবিহীন সংকটে পড়ে। বিভিন্ন পশ্চিমা দেশ ও দাতা সংস্থাগুলো আফগানিস্তানে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ায় এ সংকট আরও জটিল আকার ধারণ করে। দেশটির বর্তমান পরিস্থিতিকে জাতিসংঘ দুর্ভিক্ষের কাছাকাছি অবস্থা হিসেবে বর্ণনা করেছে। এরই মধ্যে তালেবান সরকার ওই খসড়া বাজেট তৈরি করল। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ ওয়ালি হাকমাল ওই খসড়া বাজেট প্রস্তুত হওয়ার বিষয়টি জানিয়েছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এই বাজেট কার্যকর থাকবে। অভ্যন্তরীণ রাজস্ব আয় থেকে বাজেটে অর্থের জোগান দেওয়া হবে বলে জানান তিনি।