আফগানিস্তানে বিদেশি মুদ্রার লেনদেন নিষিদ্ধ করলো তালেবান
- আপডেট সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানে বিদেশি মুদ্রার লেনদেন নিষিদ্ধ করলো তালেবান। মঙ্গলবার হঠাৎই এমন সিদ্ধান্ত জানায় ইসলামিক এমিরেটসের সরকার। মঙ্গলবার রাজধানী কাবুলে আইএসের বোমা হামলার পরই এমন ঘোষণা দিলো তালেবান প্রশাসন।
অনলাইনে দেয়া বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ব্যবসায়ীসহ সব নাগরিকের জন্য বিদেশি মুদ্রা লেনদেনে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে। আইএস’র কাছে যাতে বিদেশি সহায়তা পৌঁছাতে না পারে সেজন্যই এমন পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। আফগানিস্তানের বাজারে ডলারের ব্যবহার খুব নিয়মিত ঘটনা। বিশেষ করে পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে পণ্যক্রয়ে সীমান্ত এলাকায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডলার। তবে আচমকা তালেবানের এমন সিদ্ধান্ত দেশটির বিধ্বস্ত অর্থনৈতিক কাঠামোর জন্য আরেকটি বড় আঘাত হবে বলে মনে করছেন বিষেজ্ঞরা।