আফগান সংকট নিয়ে ইসলামাবাদে ওআইসির বৈঠক
- আপডেট সময় : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো ইসলামাবাদে। বৈঠকে আফগানিস্তানের মানবিক সংকটকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আফগানিস্তান যাতে সন্ত্রাসী ও উগ্রপন্থী দলের আশ্রয়স্থলে পরিণত না হয়, সেটা নিশ্চিতে জোর দিয়েছে সৌদি আরব। এছাড়া, আফগানিস্তানের মানবিক পরিস্থিতির অবনতি আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে বলেও জানান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান।এ সময় তিনি আফগানিস্তানে চলমান সংকট নিরসনে মানবিক সহায়তা দেওয়ার কথা জানান। ৫৭ টির মধ্যে প্রায় ২০ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সরাসরি এ বৈঠকে যোগ দেন। অন্য ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের হয়ে প্রতিনিধিত্ব করেন তাদের উপমন্ত্রীরা। বাকি দেশগুলো তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য পাঠিয়েছে। জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও আঞ্চলিক সংস্থার কর্মকর্তারাও এ অধিবেশনে যোগ দেয়।