আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষুসেবা দেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষুসেবা দেয়া হয়েছে।
সকালে শৈলকুপা উপজেলার পিড়াগাতী গ্রামে দিনব্যাপী এ চিকিৎসা-সেবার আয়োজন করা হয়। দিনব্যাপী এলাকার ১ হাজার নারী পুরুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুসেবা ও ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে। এসময় ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা দেন ডা. মেজবাহুল আজম, ডা. মেহেদী হাসান, ডা. আরাফাত হোসেন, ডা. নাসিরুল ইসলাম লিমনসহ ১০ জন চিকিৎসক। পরে তাদেরকে ছানি অপারেশনসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়।