আফ্রিকা নেশন্স কাপের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে সেনেগাল ও মরক্কো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আফ্রিকা নেশন্স কাপের শেষ ষোল’র ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে সেনেগাল ও মরক্কো। রাত ১০টায় সেনেগালের প্রতিপক্ষ কেপ ভার্দে। আর রাত ১টায় মুখোমুখি হবে মরক্কো-মালাউই।
টুর্নামেন্টের শুরুটা খুব ভাল করতে পারেনি সেনেগাল। গ্রুপ পর্বের ৩ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে সাদিও মানেরা। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র এক গোল দিয়েছে সেনেগাল। ব্যর্থতা পেছনে ফেলে কেপ ভার্দের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশায় লায়ন শিবির। এ ম্যাচে স্পট লাইটে থাকবেন ফরোয়ার্ড সাদিও মানে। দুই দলের অতীত পরিসংখান এগিয়ে রাখছে সেনেগালকেই। ১৮ দেখায় কেপ ভার্দের ২ জয়ের বিপরীতে ১৪ ম্যাচে জিতেছে সেনেগাল। এদিকে, অন্য ম্যাচে মরক্কো ফেভারিট হলেও প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলতে আসা মালাউই তৈরী চমক দেখাতে।