আবারও অ্যাডপ্লে টেকনোলজির সঙ্গে যুক্ত হলো ট্রুকলার
- আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সময়ে সর্বাধিক জনপ্রিয় কলার আইডি অ্যাপ ‘ট্রুকলার’।অচেনা কলারের পরিচিতি জানতে, খুদেবার্তা পাঠাতে বা কল করতে ট্রুকলারের ডাউনলোড ও ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশে ট্রুকলারের বিজ্ঞাপন সেবা সম্প্রসারণের লক্ষ্যে গতবছর অ্যাডপ্লে টেকনোলজির সঙ্গে এক্সক্লুসিভ পার্টনারশিপ চুক্তি করে। অ্যাডপ্লের অসাধারণ সাফল্য ও কর্মদক্ষতার জন্য এবছরও টানা দ্বিতীয় বারের মতো এক্সক্লুসিভ পার্টনারশিপের ঘোষণা দিয়েছে ট্রুকলার।
২০২১ সালে ব্র্যান্ডগুলো ট্রুকলারে মূলত খরচ করে সার্বিক প্রচারণার উদ্দেশ্যে। ৭ দিনের রোডব্লকের মাধ্যমে সকল অ্যাড ইনভেন্টরিতে বিজ্ঞাপন দেয়ার অন্যতম কারণ ছিল নতুন ব্র্যান্ড বা প্রোডাক্টের লঞ্চিং। এসকল বিজ্ঞাপন প্রতি সপ্তাহে গড়ে ১০ লাখ মানুষের কাছে পৌঁছে, যাদের শতকরা ৬৯% ছিল ১৮-৪০ বছর বয়সী। ব্যবহারকারীদের ভেতরে বিনোদনপ্রিয়, অনলাইন কেনাকাটায় আগ্রহী, খাদ্য রসিক, মোবাইল ব্যাংকিং সেবাগ্রহণকারী অন্যতম। এ খাতে বিনিয়োগের শীর্ষে রয়েছে ইলেক্ট্রনিক্স, ভোক্তাপণ্য ও ই-কমার্স কোম্পানি।
অ্যাডপ্লে টেকনোলজি, সিংগাপুর-রেজিস্ট্রারড অ্যাড-টেক কোম্পানি, বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৫ সালে, দেশের প্রথম বিজ্ঞাপন প্রযুক্তি সেবা প্রদানকারী কোম্পানি হিসেবে। অ্যাডপ্লের নিজস্ব ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম বা ডিএসপি এর মাধ্যমে বাংলাদেশের টপ ব্র্যান্ডস এবং এজেন্সিদের সাথে ডিজিটালে কাজ করে আসছে নিষ্ঠার সাথে।
ট্রুকলার এর ব্যবহারকারীদের এগিয়ে রাখে একধাপ। এর সাহায্যে একজন ব্যবহারকারী অচেনা কলারের পরিচিতি জানতে, খুদেবার্তা পাঠাতে বা কল করতে পারে। সুইডেনের স্টকহোমে অবস্থিত এ কোম্পানির যাত্রা শুরু হয় ২০০৯ সালে অ্যালান মামেদি এবং নামি জারিংহালাম এর হাত ধরে। ট্রুকলার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সকলের জন্য যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও ফলপ্রসূ করে তোলা।
ট্রুকলার অ্যাড বিজনেসের গ্লোবাল ভিপি, সাগর মানিকপুরে এই চুক্তি নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন, ‘বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেট এবং অ্যাডপ্লে বরাবরই আমাদের সাফল্য এনে দিয়েছে, যা আমাদের আশাবাদী করেছে। আমরা আশা করি সামনের দিনগুলোতে এ সাফল্য ট্রুকলারকে আরো সাফল্য এনে দেবে।’
এ চুক্তি নিয়ে অ্যাডপ্লে টেকনোলজির চিফ বিজনেস অফিসার অয়ন রহমান নিজেদের উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন, ‘ট্রুকলারের সাথে টানা দ্বিতীয় বছর এক্সক্লুসিভ পার্টনারশিপ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। ২০২১ সালে আমরা একসাথে ব্র্যান্ড আপ্লিফটে অবদান রাখার মধ্য দিয়ে অর্জন করেছি অনেকটা। আর এ প্রতিশ্রুতির জায়গা থেকে সামনের দিনগুলোতেও সাফল্য ধরে রাখার ব্যাপারে আমরা আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘বিগত বছর ব্র্যান্ডগুলো ট্রুকলারে বিজ্ঞাপন দেয়ার মূল কারণ হিসেবে কাজ করেছে ব্র্যান্ড বা প্রোডাক্টের লঞ্চিং এর ব্যাপক প্রচারণা। এক্ষেত্রে নাম বলতে হয় স্যামসাং, শাওমি, ওয়াল্টন, ইউনিলিভার, স্কয়ার, দারাজ, যারা ট্রুকলারে সবচেয়ে বেশি খরচ করেছে।’