আবারও ঐতিহ্যের লড়াইয়ে জিতলো ঢাকা আবাহনী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আবারও ঐতিহ্যের লড়াইয়ে জিতলো ঢাকা আবাহনী। বিপিএলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে আকাশী-নীলরা। জোড়া গোলে দলের বড় জয়ে অবদান রেখেছেন দোরিয়েল্টোন গোমেজ।
কুমিল্লায় মর্যাদার লড়াইয়ে শুরু থেকে চেনা ছন্দে আকাশী-নীলরা। ৮ মিনিটে ডেনিয়েল কলিংদ্রেস লিড এনে দেন দলকে। ১৮ মিনিটে সোলেমান দিয়েবাতে ম্যাচে ফেরান মোহামেডানকে। তবে, প্রথমার্ধে আরও ৩ গোল দিয়ে ম্যাচের ব্যবধান গড়ে দেয় আবাহনী। গোমেজের জোড়া গোলের সঙ্গে স্কোরশিটে নাম তোলেন ইমন মাহমুদ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের ব্যবধানে কমায় সাদা-কালোরা। তবে, হার এড়াতে পারেনি। ৮১ মিনিটে রেজাউল করিমের লাল কার্ডে উত্তেজনা ছড়ালেও, আর পরিবর্তন হয়নি ম্যাচের স্কোরলাইন। এদিকে, দিনের অন্য ম্যাচে উত্তর বারিধারাকে ৩-২ গোলে হারিয়েছে পুলিশ এফসি।