আবারও কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি’র দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আবারও কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি’র দাম। গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির দাম কমেছে ২ টাকা ৩০ পয়সা।
বেলা ১২টার দিকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে এই আদেশ দেয় বিইআরসি। এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দামও কমেছে ৫০ টাকা। ফলে এখন মূল্য দাঁড়ালো এক হাজার ১৭৮ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকেই এই আদেশ কার্যকর হবে বলেও জানায় বিইআরসি। তবে, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি।