আবারও বাসে আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপাতে চায় সরকার : রিজভী
- আপডেট সময় : ০৭:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
অতীতের মতো আবারও বাসে আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপাতে চায় সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে, সরকারের পতন ঘটানোর বিকল্প নেই । রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, সরকারের পতন ঘটাতে হবে।
আপরদিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, অতীতের মতো আবারও বিএনপির ওপর দায় চাপাতে নানা তৎপরতা শুরু করেছে সরকার। রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্য নিয়ে সরকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।