আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম
- আপডেট সময় : ০২:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
াজধানীর বাজারে আবারও বেড়েছে সবরকম নিত্যপণ্যের দাম। ডিমের পর আগুন লেগেছে ব্রয়লার মুরগি ও মাছের বাজারে। খাসির মাংস খাওয়া এখন বিলাসিতা বলছেন সাধারণ মানুষ। বাড়তি দামেই কিনতে হচ্ছে ডাল, চিনি, আদা, রসুন ও শুকনো মরিচ। তবে রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যেই চিনি ও তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ তুলেছেন খুচরো বিক্রেতারা। প্রশাসনের নজরদারি না থাকায় সিন্ডিকেট কারসাজিতে সবরকম পণ্যের দাম বৃদ্ধির কথা বলেছেন, সাধারণ ক্রেতারা।
রমজানকে সামনে রেখে প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। আগে যেসব পণ্যের দাম বেড়েছিল, তা কমারও কোনো লক্ষণ নেই।
ডিমের ডজন ১৪০ টাকা। আর দুইতিন দিনে রেকর্ড করেছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২১০ কেজি টাকা দরে। এতে ক্ষুদ্ধ ক্রেতারা।
গরুর মাংসের কেজি ৭০০ থেকে বেড়ে ৭৫০ টাকায় উঠেছে। আর খাসি মাংসের কেজি ১১০০ টাকা। যা নিম্ন আয়ের মানুষের জন্য এখন বিলাসিতা বলছেন তারা। চড়া মাছের বাজারও।
বাড়িত দামেই বিক্রি হচ্ছে চাল, চিনি, ভোজ্যতেল। তবে সিন্ডিকেট কারসাজিতে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে বলে জানান বিক্রেতারা।
এছাড়া কেজিতে ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে বেশকিছু শীতকালীন সবজির দাম।
রমজানে নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত বাজার মনিটরিরের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষ।