আবারো অস্থির হয়ে উঠেছে বগুড়ায় চালের বাজার
- আপডেট সময় : ০১:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আবারো অস্থির হয়ে উঠেছে বগুড়ায় চালের বাজার। হু হু করে বাড়ছে দাম। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। সিন্ডিকেটের কারসাজিতে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত অভিযান চালাচ্ছে।
বোরো মৌসুম শেষ। এখন কৃষকের ঘরে ধান নেই। ধান আছে মিলার, মজুতদার আর কালোবাজারিদের গুদামে। মুনাফা লুটতে সিন্ডিকেটের মাধ্যমে তারা এখন দাম বাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাজার স্বাভাবিক রাখতে মিনিকেট কেজি প্রতি ৫১ আর মাঝারি চাল ৪৫ টাকা করে বেঁধে দিয়েছে সরকার। কিন্তু সব চালের দাম প্রতি কেজিতে চার থেকে ৮ টাকা বেড়েছে। চাল কিনতে হিমশিম খাচ্ছে কম আয়ের মানুষ।
দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ প্রতিদিনই অভিযান চালাচ্ছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মজুতদার, কালোবাজারিদের জরিমানাও করা হচ্ছে। বাজার মনিটরিং ও সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে বলে জানান, জেলা খাদ্য কর্মকর্তা চালের দাম স্বাভাবিক রাখতে জরুরি উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে সব পেশার মানুষ।